ক্লাবের জন্য কোটি কোটি টাকা, আর দুধের দাম বাড়িয়ে গরিব মায়ের কোল খালি?


ক্লাবের জন্য কোটি কোটি টাকা, আর দুধের দাম বাড়িয়ে গরিব মায়ের কোল খালি? 
দুর্গা পুজো আমাদের আনন্দ, কিন্তু পুজোর নামে ক্লাবগুলোকে ৮৫ হাজার টাকা করে দেওয়া মানে বছরে ৫০০-৬০০ কোটি টাকা শুধু আলো-মাইক-ভাস্কর্যে উড়িয়ে দেওয়া। আর সেই একই সরকার বলছে, দুধে ভর্তুকি দেওয়ার টাকা নেই! এক লিটার দুধের ৪ টাকা বাঁচাতে গেলে বছরে লাগে মাত্র ৪৫০ কোটি—পুজোর টাকার থেকেও কম।
পুজো ১০ দিনের উৎসব। আর দুধ? প্রতিদিন গরিব শিশুর হাড়-মাংস-মাথা গড়ে। পুজোর আলোয় যে টাকা জ্বলে, সেই টাকায় লক্ষ লক্ষ বাচ্চার পেট ভরতে পারে। ক্লাবের নেতারা ভোট আনতে পারে, কিন্তু মায়েরা ভোটও দেয়, আর দুধ না পেলে ছেলেমেয়ে অপুষ্টিতে ভুগলে সারা জীবনের ক্ষতি।
সরকার বলে টাকা নেই। তাহলে পুজোর টাকা কোথা থেকে আসে? শুধু ভোটের ভয়ে ক্লাবকে খুশি রাখা আর গরিবের বাচ্চাকে কষ্ট দেওয়া—এটা অন্যায়। পুজোর টাকা কমিয়ে দুধ সস্তা রাখলে পুজো বন্ধ হবে না, শুধু আলো একটু কম জ্বলবে। কিন্তু বাচ্চার চোখে আলো থাকবে।

Comments

Popular posts from this blog

Recall issued for batches of eggs from 6 Canadian Brands

White House fires National Security Agency chief

Premium Bonds prize checker: When is February’s draw and how can I check if I’ve won?